বিশেষ প্রতিনিধি॥
পহেলা বৈশাখের আনন্দঘন মুহূর্তে ধামরাই থানা বিএনপি ও অঙ্গসংগঠন ঢাকা জেলার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে ধামরাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। বর্ষবরণের এই আনন্দযজ্ঞে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রাটি ধামরাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীদের পরনে ছিল বর্ণিল পোশাক, যা শোভাযাত্রার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন।
শোভাযাত্রাটিতে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন দেখা যায়, যেখানে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরা হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঢাকঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় উপস্থিত সকলের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তমিজ উদ্দিন বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি আমাদের জাতীয় জীবনে নতুন আশা ও উদ্দীপনা নিয়ে আসে। সমাবেশে অন্যান্য নেতাকর্মীও বক্তব্য রাখেন। তারা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং দলের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
শোভাযাত্রায় অংশ নেয়া উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে ছিলেন:
আলহাজ্ব মো. তমিজ উদ্দিন (সভাপতি, ধামরাই থানা বিএনপি)
মো. শামসুল ইসলাম (সাধারণ সম্পাদক, ধামরাই থানা বিএনপি)
মো. আশিকুর রহমান স্বপন (সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি)
মো. আতিকুর রহমান (ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি)
ইঞ্জিনিয়ার মারুফ (সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি)
মো. জসিম উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপির ৫নং ওয়ার্ড)
দুলাল (কোষাধ্যক্ষ, ধামরাই পৌর বিএনপি)
আলতাফ হোসেন তালুকদার (সভাপতি, ধামরাই পৌর কৃষক দল)
মো. ইব্রাহিম শেখ হাসমত (বিশিষ্ট ব্যবসায়ী, ধামরাই ঢুলিভিটা পাইকারি কাঁচাবাজার বণিক সমিতি)
মাসুদ খান মজলিস (ধামরাই ৫নং ওয়ার্ড)
বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ
এছাড়াও, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।