বিশেষ প্রতিনিধি ॥
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ন সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যাত্রাবাড়ী মাঠে এ দোয়া ও কম্বল বিতরন করা হয়।
ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি। এসময় উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার শাওন আহমেদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, কৃষক দল নেতা আমজাদ হোসেন, উলামা দল নেতা নুরুল ইসলাম, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি এনামুল আহমেদ রাজু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুর রহমান জনি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ মিয়া প্রমুখ।