রবিবার, ০৪ মে ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
শিরোনাম :
কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার টাকার নোট, থাকছে চমক শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে: শ্রমিকদের বাস্তব অধিকার এবং সরকারের দায়িত্ব শ্রম আইন সংশোধনের উদ্যোগ, শ্রমিক স্বার্থ প্রাধান্য পাবে: উপদেষ্টা অপকর্ম বন্ধ করুন, নাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে: মির্জা ফখরুল কৃষি খাতের শ্রমিকদের দুরাবস্থার অবসানকল্পে পদক্ষেপ জরুরি : শেখ নাসির উদ্দিন উপকূলবাসীকে ২৯ এপ্রিলের চাইতেও ভয়াল স্মৃতির মুখোমুখি হতে হবে রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ নিয়ে প্রেস সচিবের স্পষ্ট বক্তব্য প্রবাসী ভোটিং চালুর উদ্যোগে রাজনৈতিক দলের সমর্থন অপরিহার্য: সিইসি ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ সিলেট বিমানবন্দর থেকে প্রথম পণ্যবাহী ফ্লাইটের যাত্রা শুরু

BDRMGP FnF Foundation এর “৪র্থ গেট-টুগেদার ‘২৫”

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

বিশেষ বিজ্ঞপ্তি॥
সম্মানীত সুধী,
আসসালামু আলাইকুম!!!!
সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ১৭ই জানুয়ারী ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার দিনব্যাপী *BDRMGP FnF Foundation *(Bangladesh Readymade Garments Professional’s Friends & Family Foundation)* এর পক্ষ থেকে আনুমানিক ৫০০ টি কারখানার ১০০০ এর অধিক মিড-লেভেল কর্মকর্তাদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে *”৪র্থ গেট-টুগেদার’২৫”* অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

স্থান: মোহাম্মদী গার্ডেন এ্যাডভেন্চার পার্ক।
মহিষাশী, ধামরাই, ঢাকা।

রেজিষ্ট্রেশন ফি
১. *১ম পর্ব* : *১৮৩০/-* (২৮শে নভেম্বর-২৪ তারিখ পর্যন্ত রেজিষ্ট্রেশন করলে),
২. *২য় পর্ব* : *২০৪০/-* (১৫ই ডিসেম্বর-২৪ তারিখ পর্যন্ত রেজিষ্ট্রেশন করলে),।
৩. *শেষ পর্ব* : *২২৫০/-* (৩১শে ডিসেম্বর-২৪ তারিখ পর্যন্ত রেজিষ্ট্রেশন করলে)।
৪. শুধু মাত্র অংশগ্রহনকারী সদস্যদের *সন্তানদের রেজিষ্ট্রেশন ১৩৫০/-*।
৫. ০-৩ বছরের বাচ্চা ফ্রি।
৬. ড্রাইভার (ব্যাক্তিগত) ১২০০/- (মাত্র),

রেজিষ্ট্রেশন করে যা যা পাচ্ছেন:-
১. ফুড (সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা),
২. কিডস জোন,
৩. সুইমিংপুল,
৪. ৬টি রাইড (যেকোনো ২টি ফ্রি),
৫. আকর্ষণীয় গিফট,
৬. ইভেন্ট (পুরুষ, মহিলা ও শিশু),
৭. রেফেল ড্র,
৮. সাংস্কৃতিক অনুষ্ঠান,
৯. জাকজমকপূর্ণ কনসার্ট,
১০. ফ্রি ট্রান্সপোর্ট সার্ভিস (নারায়নগঞ্জ-সাইনবোর্ড, মাওনা-গাজীপুর চৌরাস্তা, আশুলিয়া-সাভার ও মিরপুর-ঢাকা) থেকে,
১১. আর্কাইভ গ্যালারী,
১২. আগত অতিথিদের নাম, ছবি, ঠিকানা, রক্তের গ্রুপ ও যোগাযোগ নম্বর সম্বলিত *ডিরেক্টরী* ।

✍️রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগ করুন:
মোঃ মনিরুজ্জামান; রেজিষ্ট্রেশন কমিটি *চেয়ারম্যান* :
* ডাচ বাংলা ব্যাংকঃ 1101100030898
* বিকাশঃ 01710659003
* রকেটঃ 01710659003
* নগদঃ 01710659003

বিশেষ আকর্ষন:
১) যার রেফারেন্সে সর্বনিম্ন ২৫ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে, তাকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
২) যেই প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ২৫ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে, সেই প্রতিষ্ঠান প্রতিনিধিকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
৩) সর্বোচ্চ রেজিষ্ট্রেশন প্রদানকারীকে *বেষ্ট কন্ট্রিবিউটর* হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

এছাড়াও উক্ত গেটটুগেদার সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য Bangladesh RMG Professional’s FnF Foundation এর নিম্নোক্ত ব্যাক্তিবর্গের সাথে যোগাযোগ করতে পারেন:
১)মোঃ সজিবুল ইসলাম
চেয়ারম্যান (বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন)
+8801922320330.
২) মোঃ রাজিবুল ইসলাম
হেড অফ অপারেশনস্ (বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন)
+8801716161066.
৩) মোঃ আল-মামুন
চেয়ারম্যান (৪র্থ গেট-টুগেদার -২৫)
+8801675482252.
৪) মোজাদ্দেদুল ইসলাম (সজিব – লাবিব)
সেক্রেটারী (৪র্থ গেট-টুগেদার -২৫)
+8801911742059.
৫) মোঃ বাবুল শেখ
কো-চেয়ারম্যান (৪র্থ গেট-টুগেদার -২৫)
+8801911794252.
৬) মোঃ সোহেল রানা সবুজ
সভাপতি (২০২৪-২৫) – বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন।
+8801812628895
৭) শেখ সাবের আলী
সেক্রেটারী (২০২৪-২৫) – বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন।
+880 1748-288151

তাই দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণ নিশ্চিত করুন।
সকলকে ধন্যবাদ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102