বিশেষ প্রতিনিধি॥
ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর বলেছেন, দীর্ঘ পনের বছর ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় থেকে ছাত্র-জনতার আন্দোলনে টিকতে না পেরে গণহত্যার দায় মাথায় নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসেও দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত পতিত আওয়ামী লীগ ও শেখ হাসিনা। ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সাড়ে তিনশো এমপি, মন্ত্রী পরিষদ সহ দেশের সম্পদ লুটপাট, দুর্নীতি ও খুনখারাবি করে, গনঅভ্যুত্থানে প্রাণভয়ে দেশ ছেড়ে পলায়নের মাধ্যমে পৃথিবীর বুকে এক নজিরবিহীন কালো অধ্যায় রচিত করলো দেশের প্রাচীন দল আওয়ামিলীগ। একটি সরকারের প্রধানমন্ত্রী সহ সকল এমপি, মন্ত্রীদের একযোগে পলায়ন বিশ্বের কোথাও এমন নজির নাই।
জাতীয়করণের দাবিতে নকল নবীশ এসোসিয়েশনের অবস্থান ধর্মঘটে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি নকল নবীশদের চাকুরী জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
তিনি আরও বলেন যে, সাংগঠনিক সক্ষমতা, জনমত এবং মনোবল সবকিছু হারিয়ে এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে, কখনো সংখ্যালঘু ব্যানার ব্যবহারের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিত ভাবে দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। যেখানেই পাওয়া যাবে দেশের জনগণ এদেরকে কঠোর হস্তে দমন করবে ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ফেসবুক, অনলাইনে গুজব ছড়িয়ে সর্বশক্তি দিয়ে দেশে বিরাজমান শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে পলাতক আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ইতোমধ্যে তাদের কর্মকাণ্ডের দ্বারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী চেহারা বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় দেশের মানুষ জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিল। ত্রিশ লক্ষ্য শহীদ এবং প্রায় দুই লক্ষাধিক মা বোনের সম্ভ্রম হারিয়ে এদেশ স্বাধীনতা অর্জন করেছিলো। স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথাও দেশের মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পুর্ন ভাবে কলংকিত করেছে আওয়ামীলীগ। এরা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। বাংলাদেশের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের অসম্ভব।এরা নিজেরাই বিভিন্ন অপকর্মের মাধ্যমে সেই রাস্তা বন্ধ করে দিয়েছে।
তাই ফ্যাসিস্ট আওয়ামীলীগ যেন আর কখনোই দেশের রাজনীতিতে ফিরতে না পারে সেদিকে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহবান জানিয়েছে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর।