ফরিদপুর প্রতিনিধি॥
রবিবার (১০ নভেম্বর) বিএনপিরa কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এতে জানানো, ২০১৪ সালে এক অভিযোগে তার দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়। সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের নীতি শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে আশা রাখি।
উল্লেখ্য, শামা ওবায়েদ ও কৃষক দলের নেতা বাবুল ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন ধরে এ দুটি উপজেলায় শামা ওবায়েদ ও বাবুলের পৃথক দু’টি গ্রুপ সক্রিয় রয়েছে।