শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম :
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) এর ৩১ সদস্য বিশিষ্ট ফরিদপুর শাখা আহ্বায়ক কমিটি গঠিত কবিতা-১ ও কবিতা-২ ফরিদপুরে আ.লীগ বিএনপি সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর কৃষিপণ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন সালথায় বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্তু বিতরণ ঢাকার ধামরাইয়ের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির আজহারীর বয়ান শুনলেন লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ফ্যান এডিশন

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩১ Time View

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক॥

স্যামসাংয়ের নতুন ফ্যান এডিশন: এআই দিয়ে কী কী করা যাবে!

স্যামসাংয়ের ফ্যান এডিশন (এফই) নিয়ে আবারও শুরু হয়েছে ফিসফাস—ফ্যানদের জন্য নতুন কি আনছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি? ধারণা করা হচ্ছে, এ জল্পনা-কল্পনা গ্যালাক্সি এস২৪ এফই ডিভাইসকে ঘিরেই। দেশের স্মার্টফোনপ্রেমীরাও শুরু করে দিয়েছেন কাউন্টডাউন, বিরাজ করছে নতুন চমকের উদ্দীপনা! সবাই আশা করছেন, শীঘ্রই বাংলাদেশের বাজারে ডিভাইসটি নিয়ে আসবে স্যামসাং। এমন কী আছে এই এফই সিরিজের স্মার্টফোনে, যা ঘিরে জমছে উৎসাহের বরফ?

চলুন জেনে নিই, এই ফোনে এমন বিশেষ কী আছে, যার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে!

এফই বলার কারণ কী?

এফই ফ্যান এডিশনেরই বহুল প্রচলিত ও সংক্ষিপ্ত রূপ। সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের নাগালে ফ্ল্যাগশিপের মতো ফিচারসহ ডিভাইস নিয়ে আসতেই স্যামসাংয়ের এ আয়োজন। বিশেষ করে, ফ্যানদের জন্য স্যামসাংয়ের প্রিমিয়াম গ্যালাক্সি মডেলগুলোর সাশ্রয়ী ভার্সন নিয়ে আসাই এর উদ্দেশ্য। ফলে, খুব স্বাভাবিকভাবেই প্রিমিয়াম ডিভাইসের প্রায় সকল ফিচার থাকায় এফই সিরিজের স্মার্টফোনে রয়েছে দাম আর পারফরমেন্সের দারুণ সমন্বয়। সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিবারই নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে স্যামসাং। সেই ধারাবাহিকতায়, এবার গ্যালাক্সি এস২৪ এফই’র মূল আকর্ষণ হিসেবে থাকছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)।

এফই সিরিজে বিশেষ কী রয়েছে?

এর আগেও এফই সিরিজের স্মার্টফোন বাজারে আসার সাথে সাথেই তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। মুহূর্তেই মানুষের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল এই সিরিজের ডিভাইসের বিশেষত্ব। স্যামসাংয়ের এফই সিরিজে এবার বিশেষ কী থাকছে:

সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপের ফিচার

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেলগুলোর অত্যাধুনিক ডিসপ্লে, অনবদ্য ক্যামেরা আর দুর্দান্ত প্রসেসর; সবই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে রয়েছে এই এফই সিরিজের ডিভাইসে। ঠিক যেন অতিরিক্ত কোনো পয়সা খরচ না করেই বিমানের ইকোনোমি থেকে বিজনেস ক্লাসে আপগ্রেডেশন!

অনন্য ডিসপ্লে ও ডিজাইন

গেমার বা নানা কারণে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করতে হয় এমন ব্যবহারকারীদের জন্য এফই সিরিজের ডিভাইসগুলো যথার্থ। বেশিরভাগ এফই স্মার্টফোনের ডিসপ্লেতেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ফলে, কোনো কনটেন্ট দেখা হোক বা বন্ধুদের সাথে কোনো গেমে মেতে থাকা হোক; স্মুথ ডিসল্পের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে হবে না। মনমাতানো নানা রঙের সাথে মিনিমালিস্ট ডিজাইনের সমন্বয় এফই সিরিজের স্মার্টফোনগুলোকে যেন আরও মোহনীয় করে তোলে।

ব্যাটারি চলবে সারাদিন

কোনো ভিডিও কনটেন্ট দেখা হোক বা বন্ধুদের সাথে নিরবচ্ছিন্নভাবে গেমস খেলা হোক; বেশিক্ষণ যাদের স্মার্টফোন ব্যবহার করার প্রয়োজন হয়, তাদের ঘন ঘন চার্জ দেয়ার ভোগান্তিতে পড়তে হবে না। এফই সিরিজের ডিভাইস মানেই যেন দীর্ঘসময় চার্জ থাকার নিশ্চয়তা।

এবার এতো আগ্রহ কেন?

স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে তাদের এফই সিরিজের নতুন ডিভাইস নিয়ে আসার ঘোষণা দেয়নি। কিন্তু ইতোমধ্যেই মানুষের মাঝে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শোনা যাচ্ছে, এবারের এফই সিরিজের নতুন স্মার্টফোনে স্যামসাং এআইয়ের সর্বাধুনিক সব ফিচার থাকবে। যুগের সাথে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এবার স্মার্টফোনের সক্ষমতার পুরোটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। ফটো এডিটিং থেকে শুরু করে ট্রান্সলেশন, ইন্টারপ্রেটেশন সব জায়গাতেই এআই কাজে লাগিয়ে সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করা যাবে। সাশ্রয়ী মূল্যের এফই সিরিজের ডিভাইসে থাকছে সর্বাধুনিক চিপ, এআই-সমৃদ্ধ ক্যামেরা, প্রিমিয়াম অথচ মিনিমালিস্ট ডিজাইন; এতো সব কিছুর পরও মানুষ কেন উৎসাহী হয়ে উঠবে না!

এফই সিরিজের ফোন কাদের কাজে লাগবে?

বেশিক্ষণ ডিভাইস ব্যবহার করার প্রয়োজন পড়ে এমন কর্মঠ ও স্বপ্নবাজদের জন্য এফই সিরিজের স্মার্টফোনটি উপযোগী হবে। দীর্ঘসময় বাইরে থাকা লাগে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দিতে হয়, ফোনটি যেন তাদের জন্যই। ডিভাইসটি তাদের ভালো লাগবে যারা নতুন প্রযুক্তির সাথে দ্রুত পরিচিত হতে ভালোবাসেন। ভিডিও কনটেন্ট দেখা বা গেম খেলার সময় ডিভাইস স্লো হয়ে যাওয়া যারা একদম সহ্য করতে পারেন না, তাদের জন্য ফোনটির অনন্য ডিসপ্লে ও দুর্দান্ত পারফরমেন্স একদম যথার্থ হবে। শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী যাদের পড়াশোনা বা কাজের বেশিরভাগই স্মার্টফোনে করতে হয়, তাদের জন্য অত্যাধুনিক এই ডিভাইসটি অনেক বেশি কার্যকর হবে। বিগত বছরগুলোতে আমাদের ভাবনার জগতকে আরও বিকশিত করতে ভূমিকা রেখে যাচ্ছে এআই। আর স্যামসাংয়ের সর্বশেষ নিয়ে আসা এই এফই সিরিজের ডিভাইসে এআই ফিচারের সময়োপযোগী ব্যবহার স্মার্টফোনের পুরো অভিজ্ঞতাকেই অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

অপেক্ষার পালা ফুরাবে কখন?

এখন প্রশ্ন হচ্ছে, অনবদ্য এই এফই সিরিজের নতুন স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে থেকে পাওয়া যাবে? রিলিজের তারিখ যথাযথভাবে জানা না গেলেও, ধারণা করা যাচ্ছে নভেম্বরের মধ্যেই দেশের প্রযুক্তিপ্রেমী মানুষেরা সুখবর পেতে যাচ্ছেন। বাংলাদেশে স্যামসাং ভালোবাসেন এমন অসংখ্য মানুষ রয়েছেন। আর এই এফই সিরিজের স্মার্টফোনে নিজেদের জীবনমান সমৃদ্ধ রেখেও সর্বাধুনিক প্রযুক্তির ছোঁয়া পাবেন তরুণ বাংলাদেশিরা। বৈশ্বিক উন্মোচনের পর ডিভাইসটি এর আপগ্রেডের জন্য ব্যবহারকারী ও প্রযুক্তিপ্রেমী মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। ফলে, খুব সহজেই এ কথা বলা যাচ্ছে যে, বাংলাদেশেও বিষয়টি নিয়ে উদ্দীপনার যথেষ্ট কারণ রয়েছে।

পাশের দোকানটিতে কবে থেকে নতুন গ্যালাক্সি এস২৪ এফই স্মার্টফোন পাওয়া যাবে, জানতে কেবল অপেক্ষার পালা!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102