দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরার অপরাধে ১৮ জন জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ অক্টোবার) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান। তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্য করে দোহারের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগ রয়েছে।
নৌ পুলিশ সূত্র জানায়, উপজেলার মুকুসদপুর, নারিশা, মেঘুলা বাজার ও মৈনট ঘাট সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নদীতে কারেন্ট জাল ব্যবহার করে জেলেদের ইলিশ শিকার করতে দেখা যায়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১৮ জন জেলেকে আটক করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। পদ্মা নদীর বিভিন্ন পয়েণ্ট হতে তাঁদেরকে আটক করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে মা ইলিশ নিধন আইনে আটককৃতদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে ১৯ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এসময় জব্দ হওয়া বিপুল পরিমাণে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী এবং কুতুবপুর নৌ-পুলিশের একটি দল।