মো. নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি ॥
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাস্টার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধু ওই গ্রামের মো.আব্বাস বেপারীর স্ত্রী।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নিজ রান্নাঘরে দুপুরে রান্না করছিলেন আসমা আক্তার।এসময় পাশের ঘরে যাওয়ার সময় উঠানে একটি জুলে থাকা তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন তিনি।তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিদ্যুতের তার জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।