নিজস্ব প্রতিনিধি ॥
সোমবার (৫ আগস্ট) বিকাল আনুমানিক ৬ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, গাড়ি ভাংচুর ও মালামাল লুটপাট এর ঘটনা ঘটিয়েছে বাবু বাহিনী নামের একটি সন্ত্রাসী দল।
খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর জেলার মধুখালী থানার মধুপুর গ্রামের একুশের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সামাদ খানের বাড়িতে সন্ত্রাসী বাবু বাহিনি হামলা করে মারধর করে এবং বসত বাড়িঘর ও গাড়ি ভাংচুর করে এবং বাড়িতে থাকা স্বর্ণলংকার ও নগদ টাকাসহ সমস্ত জিনিস পত্র সন্ত্রাসী ডাকাত দল নিয়ে যায়।যাহার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৮৫,০০,০০০ (পঁচাশি লক্ষ টাকা )।
এ দিন ছাত্র-জনতার বৈষম্য বিরোধী গণ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন।সে কারনে থানায় কোন কার্যক্রম না থাকায়, সামাদ খান মধুখালীতে থাকা সেনাবাহিনির কাছে গিয়ে মৌখিক অভিযোগ দিলে সেনাবাহিনির একটি দল সামাদ খানের বাড়িতে যায় এবং ঘটনার বিষয়ে সত্যতা দেখতে পান এবং সন্ত্রাসী বাবু বাহিনিকে ধরতে অভিযান পরিচালনা করেন।
সেদিন বাবু বাহিনি পালিয়ে যায়, পরের দিন সেনাবাহিনি অভিযান চালিয়ে সন্ত্রাসী বাবু কে ধরতে সক্ষম হয় এবং তাকে কোর্ট ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়ে যায়। ম্যাজিষ্ট্রেট সন্ত্রাসী বাবু বাহিনীর বিরুদ্ধে আদালতে মামলা করেন,
মামলা নং R 49 / 24, সন্ত্রাসী বাবু বাহিনীর প্রধান বাবু এখন জেল হাজতে রয়েছেন।
মামলায় এজাহার ভুক্ত আসামিরা হলেন, বাবু মিয়া, মনি মিয়া, জহুর আলী, আকাশ মিয়া, আক্কাস মিয়া, লুৎফর শেখ ডাকাত, জাফর মিঞা, হাবিবুল্লাহ মিয়া, শাওন মিয়া, মোঃ সাব্বির মিয়া, মোজাম্মেল, কামাল মিয়া, ফিরো মিয়া, লিটন মিয়া, শহিদুল মিয়া, আজিজুল, নাসির মিয়া, জাকির মিয়া, মুক্তার লিমন, আনিস মিয়া, তামিম এবং অজ্ঞাত আরো ১০-১৫ জনের বিরুদ্ধে নথিবদ্ধ করে আসামি করা হয় এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে ।