ফরিদপুর প্রতিনিধি ॥
যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ফরিদপুর যুবদলের নেতারা। শুক্রবার (১২ জুলাই) বিকালে শহরের সরকারি সারদা সুন্দরী কলেজের সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সমাবেশ করে।যুবদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভিপি ইউসুফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদ রহমান, বিএম নাহিদুল ইসলাম নাহিদ সহ সহস্রাধিক নেতাকর্মী।
মিছিলের পরবর্তী সভায় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়া বলেন, সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এই ফ্যাসিবাদী সরকারের আগামীতে পতন ঘটবে।তিনি বলেন শেখ হাসিনার (প্রধানমন্ত্রী) পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল।
ডামি নির্বাচনের সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে। দেশজুড়ে যে অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।