মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ২০টি নতুন ঢাল উদ্ধার করেছে পুলিশ। এসব ঢাল সহিংসতার সময় নিজেদের আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকেন সংঘর্ষকারীরা।
শুক্রবার বার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া শেখপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী মো. আবু বক্কর মাতুব্বরের নবনির্মিত ভবনের ভেতর থেকে এসব ঢাল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এমনকি মামলাও হয়নি।
ঢাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, সংঘর্ষে ব্যবহার করার জন্য বড় খারদিয়া গ্রামের একটি বাড়িতে এসব ঢাল তৈরি করা হচ্ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লেনসিটের নতুন ঢাল ও কাঠের হাতুল উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা মামলা হয়নি।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, দেশীয় অস্ত্র উদ্ধারের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়ানি। ফলে অনুমান করে কারো বিরুদ্ধে মামলা দেওয়া ঠিক হবে না। কারা ওই ঢালগুলো তৈরি করছে, তার সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ওই বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। সে এ ঘটনায় জড়িত নয় বলে জানিয়েছেন। তাই আমরা বিষয়টি তদন্ত করছি। এসব ঢাল তৈরির সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।