ফরিদপুর প্রতিনিধি ॥
অসামাজিক কাজের সাথে জড়িত ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ২০ নারী-পুরুষকে আটক করেছে কোতয়ালী থানার পুলিশ। এদের মধ্যে ৫ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছে। এই অপরাধারে সাথে জড়িত হোটেল মালিক কর্র্মচারীদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হবে বলে জানান পুলিশ।
শনিবার (২২ জুন) বিকেলে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন হোটেল গুলশান ও খড়িপট্টিতে অবস্থিত পাঁচটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও বডিং এ অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে তার নেত্রীত্বে হোটেল গুলোতে দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় হোটেল গুলশান, হোটেল নুর আবাসিক, সকাল-সন্ধ্যা আসাবিক, ভাই-ভাই হোটেল, নিবর বোডিং থেকে ৫জন নারী ও ১৫ জন পুরুষকে আটক করে থানায় আনা হয়।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া হোটেল মালিক ও কর্র্মচারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হবে। সামাজিক অবক্ষয় রোধে এধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।