ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ম তলায় নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মো. শাকিল (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২) জুন সকাল দশটার দিকে মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত মো. শাকিল (১৭) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরুইল গ্রামের সিটু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৫ম তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মো. শাকিল। কাজের সময় হঠাৎ অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এর সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, উপজেলা পরিষদের বর্ধিত নির্মাণাধীন পঞ্চম তলার ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। তবে কাজ বাস্তবায়ন করছিলেন স্থানীয় আল আমিন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পঞ্চম তলায় কাজের সময় হঠাৎ অসাবধানতাবশত পড়ে গিয়ে শ্রমিক মো. শাকিলের মৃত্যহয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।