বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ইরানে মার্কিন হামলা ঠেকাতে তৎপর আরব দেশগুলো: নেপথ্যে জ্বালানি ও অর্থনৈতিক ঝুঁকি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান: ড্রোন ও ৪৫টি ককটেলসহ আটক ৪ নির্বাচনে শতভাগ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে: ইইউ প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা সালথায় আন্তর্জাতিক মানের হাসপাতাল হবে, অপরাধ করলে রক্ষা নেই: শামা ওবায়েদ “আমরা শিশু” ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিপিবি(এম) দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ অস্ট্রেলিয়ায় দাবানলের তাণ্ডব: ভিক্টোরিয়ায় ‘দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা, নিখোঁজ ৩

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

Coder Boss
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া (কক্সবাজার)॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত জাতীয় ঐকমত্যের ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর। তিনি বলেন, “ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, আমরা তার প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে পালন করব। এই সনদের বাইরে আমাদের ভিন্ন কোনো বক্তব্য নেই। যা জাতীয়ভাবে স্বীকৃত, আমরা তার সাথেই আছি এবং এই অঙ্গীকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বুধবার সকালে কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলন ও মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনঃস্থাপনের অঙ্গীকার বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন এবং মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী সরকার তা বাতিল করে দিয়েছে। আমরা দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি-বিএনপি আগামীতে জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংবিধানে আল্লাহর ওপর অটুট আস্থা ও বিশ্বাসের সেই মূলনীতি পুনরায় সংযোজন করবে।”

জাতীয় সংস্কার ও জনঅধিকার রাজনীতির মূল লক্ষ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। দেশের সামগ্রিক কল্যাণে বিএনপি কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরেছে, যা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলনের বিস্তারিত পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও ‘পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক্ব’ পরিচালিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরী। কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মাওলানা ইয়াছিন সোলতানী
মাওলানা সোলাইমান (পরিচালক, বদরখালী মদিনাতুল মাদ্রাসা)
মাওলানা শহিদ উল্লাহ (শিক্ষক, আশরাফুল উলুম মাদ্রাসা)
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102