নিজস্ব প্রতিবেদক, ধামরাই ॥
৪ জানুয়ারি, ২০২৬; আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-২০ (ধামরাই) সংসদীয় আসনে নির্বাচনী আমেজ আরও তুঙ্গে উঠেছে। যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জমাকৃত আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই শেষে সকল তথ্য সঠিক থাকায় ৬ জন প্রার্থীর মনোনয়নকেই বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

বৈধ প্রার্থীর তালিকা:
যাচাই-বাছাইয়ের পর যারা নির্বাচনী লড়াইয়ে টিকে রইলেন তারা হলেন:
আলহাজ্ব তমিজ উদ্দিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি)
আব্দুল রউফ (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
আশরাফ আলী (খেলাফত মজলিস)
আহছান খান (জাতীয় পার্টি)
ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (জাতীয় নাগরিক পার্টি – এনসিপি)
আরজু মিয়া (সমাজতান্ত্রিক দল)
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর প্রার্থীরা তাদের প্রাথমিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। ধামরাইয়ের সাধারণ ভোটারদের মধ্যে এখন মূল আলোচনা শুরু হয়েছে এই ছয়জন প্রার্থীকে নিয়ে। বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নতুন প্রজন্মের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং সমাজতান্ত্রিক ধারার রাজনীতি নিয়ে আরজু মিয়ার উপস্থিতি লড়াইকে বহুমাত্রিক করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
রিটার্নিং অফিসার জানান, নির্বাচন কমিশনের নিয়ম মেনে এবং স্বচ্ছতার ভিত্তিতে প্রতিটি মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। আগামী দিনে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন ধামরাইবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত নির্বাচনী প্রচারণার জন্য।