কেরানীগঞ্জ, (ঢাকা) প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করেছে জামায়াতে ইসলামী। দলটির নতুন মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও রাওয়ার সভাপতি কর্নেল (অব.) আব্দুল হককে।
ঢাকা-২ আসনটি কেরানীগঞ্জের কালিন্দী, শাক্তা, বাস্তা, রোহিতপুর, কলাতিয়া ও হযরতপুর ইউনিয়ন এবং সাভারের ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝড়া ইউনিয়ন নিয়ে গঠিত।
আজ রোববার বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন কর্নেল (অব.) আব্দুল হক। তিনি বলেন, দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফোনের মাধ্যমেই বিষয়টি জানানো হয়েছে। আমি এটিকে আল্লাহর রহমত হিসেবে দেখছি। আগামীকাল সোমবার মনোনয়নপত্র জমা দেব।
এর আগে এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান। তিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচার–প্রচারণা, নেতা-কর্মীদের সঙ্গে উঠান বৈঠক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তবে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তে দলের তৃণমূল নেতা–কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের এক নেতা বলেন, তৌফিক হাসানকে মনোনয়ন দেওয়ার পর তাঁর পক্ষে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। শেষ মুহুর্তে তাঁর বদলে দলের বাইরে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে কর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
এব্যাপারে জানতে প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, ঢাকা-২ আসনে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ও জামায়াতের আগের মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান।