নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ ও কৌশলগত ঐক্য গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহত্তর রাজনৈতিক স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে এই নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেয়া হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জোটভুক্ত হওয়ার এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী ও কার্যকর জোটের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মূলত জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যেই আমাদের এই পথচলা।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের জোটে এনসিপি-এর অন্তর্ভুক্তি আগামী নির্বাচনে জোটবদ্ধ শক্তির প্রভাব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এই জোট গঠনের মাধ্যমে নির্বাচনী মাঠে জামায়াত নিজেদের অবস্থান আরও সুসংহত করার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এনসিপি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। জোটের ভবিষ্যৎ কর্মসূচি এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত রূপরেখা পরবর্তী সময়ে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।