নিজস্ব প্রতিবেদক | ঢাকা ॥
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নতুন রাজনৈতিক সংস্কৃতির অঙ্গীকার
ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, “বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি দেশের মানুষকে কথা দিয়েছিলাম নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়ব। পরিস্থিতি যাই হোক, আমি সেই ওয়াদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তাই ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই আমি লড়ব।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “দলের প্রার্থী হলে সুসংগঠিত কর্মী বাহিনী ও সাংগঠনিক শক্তি থাকে। কিন্তু এখন আমার একমাত্র ভরসা সাধারণ মানুষ। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা ও নিষ্ঠার ওপর ভিত্তি করে যদি সমর্থন দেন, তবেই আমি সেবা করার সুযোগ পাবো।”
ভোটারদের সমর্থন ও স্বাক্ষর সংগ্রহ
নির্বাচনী আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ঢাকা-৯ আসনের মোট ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহ করতে হবে। তাসনিম জারা জানান, আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে। একদিনে এত বিপুল সংখ্যক মানুষের স্বাক্ষর সংগ্রহ করা চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানান। স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করতে চান, তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ লিংকও শেয়ার করেন তিনি।
তহবিলের অর্থ ফেরতের ঘোষণা
নির্বাচনী ফান্ডরেইজিংয়ের বিষয়ে তিনি স্বচ্ছতার নজির স্থাপন করেছেন। তাসনিম জারা জানান, যারা আগে দলীয় প্রার্থী হিসেবে তাকে অর্থ অনুদান দিয়েছিলেন, তারা চাইলে এখন তা ফেরত নিতে পারবেন। বিকাশের মাধ্যমে পাঠানো অর্থ ফেরত পেতে একটি নির্দিষ্ট ফর্ম পূরণের অনুরোধ জানিয়েছেন তিনি। আর যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তাদের অর্থ ফেরতের প্রক্রিয়াও দ্রুত জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের এই নেত্রীর দল ত্যাগ এবং স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ঢাকা-৯ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।