নিজস্ব প্রতিবেদক ও রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | অনলাইন ডেস্ক॥
ঢাকা: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানী সংলগ্ন পূর্বাচলের ৩০০ ফিট এলাকা এখন লোকে-লোকারণ্য। ভোরের হাড়কাঁপানো তীব্র শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের স্রোতে পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
উৎসবের আমেজ ও বাঁধভাঙা উচ্ছ্বাস
বৃহস্পতিবার সকালে পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে এলাকা ঘুরে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড থেকে সভামঞ্চ পর্যন্ত মাইলের পর মাইল এলাকা এখন নেতাকর্মীদের দখলে। হাতে স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন আর পরনে দলীয় প্রতীক নিয়ে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। সবার মুখে এখন একটিই ধ্বনি-‘লিডার আসছে’। পুরো এলাকা যেন রূপ নিয়েছে এক বিশাল উৎসবকেন্দ্রে।
নিরাপত্তা ও শৃঙ্খলায় কড়াকড়ি
ঐতিহাসিক এই সমাবেশকে ঘিরে পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। গতকাল রাত ৯টার দিকে সমাবেশের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম।
মহামিলন মেলার প্রত্যাশা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী এই আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “আজ ২৫ ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমান ফিরছেন। এই এলাকা আজ মানুষের মহামিলন মেলা ও জনসমুদ্রে পরিণত হবে। আমরা আশা করছি, প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে এখানে।”
পথজুড়ে গান আর খাবারের আয়োজন
নেতাকর্মীদের চাঙা রাখতে বিভিন্ন স্থানে স্পিকারবাহী ট্রাকে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান। দূর-দূরান্ত থেকে আসা মানুষের খাবারের জোগান দিতে পথে পথে হরেক রকমের খাবার ও পানি নিয়ে বসেছেন হকাররা। উৎসবমুখর পরিবেশে প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সবাই।
ফিরছেন প্রিয় নেতা
উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি ৩০০ ফিট এলাকার এই বিশাল সংবর্ধনা জনসভায় যোগ দেবেন।