মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে স্থানীয় চাষিদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঋণের চেক হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক সালথা বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুর রশীদ মোল্যা এবং সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস।
ব্যাংক কর্মকর্তারা জানান, পেঁয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং আর্থিক সংকট দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন উপজেলার চারটি ইউনিয়নের মোট ৪০ জন পেঁয়াজ চাষির হাতে এক বছর মেয়াদী ঋণের চেক তুলে দেওয়া হয়। প্রকাশ্যে এই ঋণ বিতরণ কার্যক্রমের ফলে সাধারণ কৃষকদের মধ্যে উৎসাহ ও ব্যাংকিং সেবার প্রতি স্বচ্ছতা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।