কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আড়তে রাসায়নিক ও ফরমালিন ব্যবহার করে ফল পাকানোর দায়ে নয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও উমর ফারুক বলেন, বিগত কয়েকদিন ধরে রাজেন্দ্রপুর আড়তে রাসায়নিক ও ফরমালিন দিয়ে অপরিপক্ক ফল ও সবজি পাকানোর অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে ওই আড়তের ব্যবস্থাপকসহ নয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জিনজিরা এলাকায় একটি অবৈধ হারপিক ও গুড়া সাবান উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে অনুমোদনহীন কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা আলী আকবর সুহেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসমাত আহমেদ ও মাহবুব রহমান প্রমুখ।