মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের মধুখালী থানাধীন মালেকা চক্ষু হাসপাতাল সংলগ্ন জামে মসজিদের কাছ থেকে একটি লাল রঙের এফজেড এস ভি-২ মডেলের মোটর সাইকেল চুরি হয়েছে। গত মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে বিকেল ৫টা ১০ মিনিট থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে মাত্র ১০ মিনিটের ব্যবধানে এই চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত মোটর সাইকেলটির মালিক মোঃ মনিরুজ্জামান রুবেল (৩৫), যিনি মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামের বাসিন্দা (পিতা-মোঃ মুসা বিশ্বাস)।
জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে মনিরুজ্জামান রুবেল তার ব্যবহৃত লাল রঙের এফজেড এস ভি-২ (১৫০ সিসি) মোটর সাইকেলটি মালেকা চক্ষু হাসপাতাল সংলগ্ন জামে মসজিদের পাশে রাস্তার ওপর রেখে সামান্য দূরে ভিতরে যান। মাত্র দশ মিনিট পর, অর্থাৎ বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তিনি ফিরে এসে দেখেন তার মোটর সাইকেলটি আর সেখানে নেই।

মোটর সাইকেলটির রেজিঃ নং ঝিনাইদহ ল-১১-৬০৯৬ এবং এর আনুমানিক বাজার মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অনেক খোঁজাখুঁজি করেও মোটর সাইকেলটির কোনো সন্ধান না পাওয়ায়, মনিরুজ্জামান রুবেল ধারণা করছেন, ওই নির্দিষ্ট ১০ মিনিটের মধ্যেই অজ্ঞাতনামা কোনো চোর বা চোরেরা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
ঘটনার পরপরই বিভিন্নস্থানে খোঁজখবর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় এসে অভিযোগ জানাতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান মোটর সাইকেলের মালিক।
এ ঘটনায় ভুক্তভোগী মনিরুজ্জামান রুবেল মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন।