সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ॥
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নে বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা ও বালু ভরাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রসুনিয়া মৌজার ৬৭ শতাংশ নালিশী সম্পত্তি অবৈধভাবে জবরদখলের অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সম্পত্তির বৈধ মালিক।
ভুক্তভোগী এ্যাডভোকেট সোহেল রানা (৩৯), যিনি মৃত খলিল বেপারীর ছেলে, তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে রসুনিয়া মৌজার সি.এস ও এস.এ ৭০নং, আর.এস ৫৮ নং খতিয়ানের (সি.এস- ৩৫১, এস.এ- ৩১৩, আর.এস-১৬৯) এবং দাগ নং- সি.এস ও এস.এ- ৮৪২, আর.এস-১২০২, মোট পরিমাণ- ৬৭.০০ শতাংশ নালিশী সম্পত্তির মালিক। তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে এই জমিতে মৌসুমী চাষাবাদ করে ভোগ দখল করে আসছেন।
জানা যায়, গত এক বছর যাবৎ নুরুজ্জামান শেখ (৪৮), পিতা- সমস শেখ, গ্রাম- রসুনিয়া গংরা উল্লেখিত সম্পত্তি অবৈধভাবে জবরদখলের পাঁয়তারা শুরু করলে বাদী সোহেল রানা প্রতিকার চেয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১৪ আদালতে বিবাদীদের বিরুদ্ধে দেওয়ানী মোকদ্দমা নং- ১২৫/২৪ দায়ের করেন। মোকদ্দমার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ০৪/১০/২০২৪ তারিখে উক্ত সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।
অভিযোগ উঠেছে, বিজ্ঞ আদালতের আদেশ দেওয়ার পরও বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে তফসিল বর্ণিত সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক জবরদখলের অপচেষ্টায় লিপ্ত হন। এরই ধারাবাহিকতায় গত ০৬/১২/২০২৫ তারিখ রাত আনুমানিক ১১.০০ ঘটিকার সময় বিবাদীরা তাদের সাথে সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে সম্পত্তিতে বালু ভরাট শুরু করে।
সংবাদ পেয়ে বাদী সোহেল রানা ০৭/১২/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় সম্পত্তিতে গেলে বিবাদী পক্ষের লোকজন তাকে অকথ্য ভাষায় গালমন্দ করা সহ সম্পত্তি ছেড়ে যেতে বলে। অন্যথায় বাদীর পরিবারের লোকজনকে দুনিয়াছাড়া করে দিবে বলে হুমকি দেয়। এমনকি তাকে দা-শাবল নিয়ে হামলা উদ্যত হলে বাদী জীবনের ভয়ে উক্ত স্থান হতে চলে আসেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার এসআই আল-আমীন জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ করে দিয়েছেন। তিনি উভয় পক্ষকে বলে এসেছেন যে আদালতের চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই এই সম্পত্তিতে ভোগদখল করতে বা কোনো প্রকার কাজ করতে পারবে না।