বিশেষ প্রতিনিধি, ধামরাই (ঢাকা): ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে আলহাজ্ব তমিজ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মূল আয়োজন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন এই আয়োজনে নেতৃত্ব দেন।

শোভাযাত্রা:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড থেকে আসা কর্মীদের অংশগ্রহণে এক বিশাল শোভাযাত্রা ধামরাইয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিটি ধামরাই থানা রোড, হার্ডিঞ্জ স্কুল ও কলেজ, ঈদগাহ মাঠ, বড়বাজার এবং ধামরাই বাজারের প্রধান সড়কগুলো অতিক্রম করে।

আলোচনা সভা ও নেতার বক্তব্য:
দীর্ঘ র্যালি শেষে যাত্রাবাড়ী হয়ে সীমা হলের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় তমিজ উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বিএনপি সবসময় জনগণের অধিকারের জন্য লড়াই করেছে এবং ভবিষ্যতেও করবে।’
বক্তব্যে তিনি ৭ই নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি রাজনৈতিক সংগ্রাম এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির অবদানের কথা তুলে ধরে বলেন যে, বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট।

সমাপ্তি ও নির্বাচন প্রসঙ্গ:
আলোচনা শেষে তমিজ উদ্দিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সীমা হল থেকে ধামরাই থানা স্টান্ডে এসে র্যালিটির সমাপ্তি ঘোষণা করেন।
র্যালির সমাপ্তি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তমিজ উদ্দিন আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি জনগণের প্রতি বিএনপির পাশে থাকার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের সমর্থন জানানোর আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন যে, জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, যা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং সফলভাবে দিবসটি পালন করায় সন্তোষ প্রকাশ করেন।