অনলাইন ডেস্ক ॥
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিনটি নির্দিষ্ট শর্ত পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন এবং জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের চূড়ান্ত পাঠ রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি এবং এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। জনগণের সঙ্গে প্রতারণা না করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়াটি অবশ্যই এনসিপিকে দেখতে দিতে হবে।
এনসিপি কর্তৃক উত্থাপিত তিনটি শর্ত হলো:
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের চূড়ান্ত পাঠ এবং গণভোটের প্রশ্ন জনগণের সামনে আগেই প্রকাশ করতে হবে।
২. জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জারি করবেন।
৩. গণভোটে যদি জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেয়, তবে কোনো নোট অব ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী, নির্বাচিত সংসদ Constituent Power বা গাঠনিক ক্ষমতা ব্যবহার করে সংবিধান সংস্কার করবে। নতুন এই সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান, ২০২৬।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও বলেন, ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রমের জন্য তাদের কোনো কাজ আটকে থাকতে পারে না।