আন্তর্জাতিক ডেস্ক ॥
আফগানিস্তানে এক ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেছে। আফগান সরকারের মুখপাত্রের তথ্যমতে, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত কমপক্ষে ৩২৫১ জন আহত এবং ৮ হাজারের বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়েছে।
পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশ ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। গত রবিবার মধ্যরাতে শক্তিশালী এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। সাধারণত, ভূপৃষ্ঠের কাছাকাছি ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেড়ে যায়, যা এই ক্ষেত্রেও ঘটেছে।
কুনারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এহসানুল্লাহ এহসান জানান, সোমবার চারটি গ্রামে উদ্ধার অভিযান চালানো হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকার কারণে এখনো বহু পরিবার আটকা পড়ে আছে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না ঠিক কতজন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। আমাদের লক্ষ্য দ্রুত উদ্ধারকাজ শেষ করে দুর্গত পরিবারগুলোর মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া।’
আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ ভূমিকম্প। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীরা সীমিত সম্পদ নিয়েই ক্ষতিগ্রস্ত এলাকায় অবিরাম কাজ করে যাচ্ছেন।
সূত্র: খালিজ টাইমস