জহিরুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি ॥
চট্টগ্রামে দৈনিক ‘স্বদেশ বিচিত্রা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অশোক ধর-এর ওপর হামলা, তার অফিস দখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা একটি প্রতিবাদ সভার আয়োজন করে। গত ২৮ আগস্ট, বৃহস্পতিবার, নগরীর খুলশী থানার বিটিভি কেন্দ্রের বিপরীতে অবস্থিত বিএমইউজে-এর অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএমইউজে চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং হুমায়ুন কবির রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আফছার তৌহিদ, উপদেষ্টা সম্পাদক, দৈনিক স্বাধীন সংবাদ; আলহাজ্ব বেলাল আহমেদ, সহ-সম্পাদক, দৈনিক স্বাধীন সংবাদ; এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল।
সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক ও সম্পাদকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে অশোক ধর-এর ওপর হামলাকারী এবং তাকে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম, নাসির উদ্দিন লিটন, মহিউদ্দিন সাগর, মাজাহারুল ইসলাম রানা, শাহাদাত হোসেন, শাহরিয়ার সুমন, মোশাররফ হোসেন মাসুদ, নূরনবী, মোহাম্মদ রাজিব, আসিফুজ্জামান, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, সোহেল রানা, সোহেল, হৃদয় সর্দার, আসিফসহ আরও অনেক সাংবাদিক।