শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মোটরসাইকেলে রেসে প্রাণ গেলো দুই বন্ধুর পঞ্চগড় জেলা উন্নয়নে ও জন-কল‍্যানে এক নিবেদিত প্রান জেলা প্রশাসক সাবেত আলী নির্বাচনের রোডম্যাপ আসছে আগামী সপ্তাহে “ফরিদপুরের মধুখালী থানায় ‌ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা হাটহাজারীর চারিয়া মুরাদ সড়কে দীর্ঘদিনের দুর্ভোগ, সংস্কারের আশ্বাস অল্প খরচে দ্রুত বিচার: ফটিকছড়িতে গ্রাম আদালতে বাড়ছে মামলা নিষ্পত্তি লাইসেন্স ছাড়া বেকারি পণ্য, কম অক্টেন দেওয়ায় দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা ঢাকা ডিসি অফিসে ছাত্রলীগ কর্মীদের চাকরি স্থায়ীকরণের উদ্যোগ গ্রাহকের ৫৮ কোটি টাকা আত্মসাৎ: আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার ভবন ক্রোক হু হু করে বাড়ছে তিস্তার পানি, ঝুঁকিতে সেতু ভাঙছে ঘরবাড়ি

পঞ্চগড় জেলা উন্নয়নে ও জন-কল‍্যানে এক নিবেদিত প্রান জেলা প্রশাসক সাবেত আলী

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২ Time View

মোঃএনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি ॥
পঞ্চগড় জেলার সার্বিক উন্নয়নে কিংবদন্তি এক নিবেদিত সরকারি কর্মচারী পঞ্চগড় জেলা প্রশাসক জনাব সাবেদ আলী। দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরে পঞ্চগড় জেলা ছিল, দেশের সর্ব উত্তরে হিমালয়ের পাদদেশে এক অবহেলিত জনপদ। বৈষম্য বিরোধী আন্দোলনের পর পঞ্চগড় জেলায় যোগদান করেন। জেলা প্রশাসক জনাব সাবেদ আলী। এই দূর্লভ ব্যাক্তি জেলায় যোগ দানের পর নিজের প্রশাসনিক কাজের শত ব্যাস্ততার পরও, মনোনিবেশ করেন জেলার আপামর জনগনের জন্য এক উন্নয়ন পরিকল্পনা।

এগুলোর মধ্যে। পঞ্চগড় জেলা মানুষের বিনোদন মুলক কোন ব্যবস্থা না থকায়, তিনি পঞ্চগড় জেলার অনতি দুরে মিরগড় এলাকায় গড়ে তুলেন ইকো পার্ক। যা বর্তমানে শুধু জেলার সৌন্দর্য বৃদ্ধি করছে না, টানছে পর্যটকদের। এর পর পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় নির্মিত হচ্ছে একটি বিশাল আকারের টাওয়ার। যার সুবাদে পর্যটক ও জেলা বাসী সহজেই দেখতে পাবে খালি চোখে কাঞ্চনজঙ্ঘা ও ভারতের দৃশ্য।

এছাড়াও জেলার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অন্যান্য ভাতা নিজে মনিটরিং করেন সার্বক্ষণিক। জেলার প্রতিটি সরকারি অফিসকে দূর্নীতিমুক্ত করনে নিয়েছেন বিশেষ মনিটরিং সেল। এ মানুষটি পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেনি। অথচ পঞ্চগড় জেলার মানুষের জন্য কি নিবেদিত প্রান? তার অফিস সাধারন জনগন এমনকি সকলের জন্য সদা উম্মুক্ত। জেলা প্রশাসনে সেবা গ্রহীতাদের জন্য এ যেন এক দাতব্য চিকিৎসালয়।

ইহা ছাড়াও সপ্তাহের প্রতি বুধবার পঞ্চগড় জেলার মানুষের নানা রকম অভাব, অভিযোগ নানা বিষয়ে সরাসরি শুনে থাকেন ও তাৎখনিক সমস‍্যা সমাধান করে দেন। সেই জন‍‍্য তার আন্তরিকতার কোন কমতি নেই জন সাধারন তাদের মনের কথা গুলো সরাসরি বলতে পাড়ায় খুব খুশি।

বিগত দিনে কোন জেলা প্রশাসক এভাবে মানুষের কোন কথা শুনতেন না এবং সাধারন কোন মানুষ সাথে দেখা পর্যন্ত করতে পারতেন না।এই ব্যক্তি জেলায় জেলা প্রশাসক নিয়োজিত হবার পর, কোন সাংবাদিক ও সুধী মহলের কাছে নেই কোন অভিযোগ।

পঞ্চগড় জেলাবাসী তার প্রশংসায় পঞ্চমুখ। এমনি যদি দেশের প্রতিটি জেলায় একজন করে জেলাপ্রশাসক থাকত, তাহলে এই হতভাগা দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারত না। সর্বশেষ খবর তথ্য মোতাবেক জানাযায় পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মোঃ সাবেত আলী সম্প্রতি প্রমোশন পেয়ে যুগ্ম সচিব হয়েছেন। তিনি যে কোন সময়, পঞ্চগড় জেলার মানুষদের ছেড়ে চলে যাবেন। এ হতাশায় জেলা মানুষ তাকে দোয়া ছাড়া কিছুই দিতে পারবে না।

হয়তো তার মত জেলা প্রশাসক এই জেলার মানুষ পাবে কি না তাহা নিয়ে সংশয় রয়েছে। জেলার সব মানুষের দোয়া ও ভালোবাসা থাকবে অবিরাম ও অফুরন্ত, দেশের যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্হ থাকবেন মানুষের কল‍্যানে কাজ করবেন এই প্রত‍্যাশায় মোঃএনামুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102