কিশোরগঞ্জ, বিশেষ প্রতিনিধি ॥
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং আন্দোলনকারী নেতা সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।
বুধবার (১৩ আগস্ট) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেওয়া হয়।
ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি
সংবাদ সম্মেলনে সাবেক ছাত্র নেতারা ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে মিথ্যা অপবাদ দিচ্ছেন। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি মানা না হলে ছাত্র-জনতার আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতির দায় বিএনপিকেই বহন করতে হবে।
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
বক্তারা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও বানোয়াট’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তারা আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে অন্যান্য নেতাদের বিরুদ্ধেও পুলিশ হত্যাসহ নানা ধরনের হয়রানিমূলক মামলা দায়ের হতে পারে। এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে আবারও রাজপথে নামার ঘোষণা দেন তারা।
মুখোশধারী মুজিববাদী বলে আখ্যা
সংবাদ সম্মেলনে বক্তারা ফজলুর রহমানকে ‘মুখোশধারী মুজিববাদী’ বলে অভিহিত করেন। তারা বলেন, “যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক এখন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে বিএনপিতে সক্রিয়।” তারা অভিযোগ করেন, ফজলুর রহমান শহীদদের অবমাননা এবং আহতদের তিরস্কার করছেন। একই সাথে তিনি আন্দোলনের নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতোই বক্তব্য দিচ্ছেন। তাই তাকে বহিষ্কার করে দলকে দায়মুক্ত করার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া, সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সাবেক মুখপাত্র ওয়ারিয়র্স অব জুলাই মানস সরকার উৎস, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, সাবেক যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদর উপজেলা সাবেক যুগ্ম মুখ্য সংগঠক তামিম ইকবাল প্রমুখ।