মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি॥
শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে দুপুর ১২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই বিপ্লবে জুলাই শহীদ ও জুলাই আহত যোদ্ধাদের সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে জুলাই বিপ্লবের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুরুতে শরীয়তপুরের ১৪ জন জুলাই শহীদ পরিবারসহ জুলাইয়ের ৮৩ জন আহত যোদ্ধাকে সরকারিভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
সরকারের প্রতিনিধি ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
এ সময় অন্যদের মধ্যে শরীয়তপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. রেহান উদ্দীন, ছাত্র সমন্বয়ক ইমরান আল নাজিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের আহত যোদ্ধারা সম্মেলনে দেশ সংস্কারে ও তাদের দাবি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।