আন্তর্জাতিক ডেস্ক ॥
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় একদিনে আরও অন্তত ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮৬৬ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (৩ আগস্ট) এই তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থা আনাদোলু’র বরাত দিয়ে এ খবর প্রকাশিত হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা এখন ৬০ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে। আহতদের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৮৬৬ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অনেক মৃতদেহ পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭ জনে। নতুন করে ৬৫ জন নিহত এবং ৫১১ জনেরও বেশি আহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও, ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। নতুন করে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত ৯ হাজার ৩৫০ জন নিহত এবং ৩৭ হাজার ৫৪৭ জন আহত হয়েছেন।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি হয়েছে ইসরায়েল।