স্বাস্থ্য ডেস্ক ॥
জনস্বাস্থ্য সুরক্ষায় এবং তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তির ভয়াবহ পরিণতি থেকে বাঁচাতে দেশে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) এবং এ সম্পর্কিত পণ্য উৎপাদনের অনুমতি না দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটি এই পদক্ষেপকে ‘যুগান্তকারী ও সময়োপযোগী’ হিসেবে অভিহিত করেছে।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, “সরকারের এই সিদ্ধান্ত জনস্বাস্থ্য রক্ষায় একটি ঐতিহাসিক মাইলফলক। ই-সিগারেট তরুণদের নিকোটিন আসক্তির দিকে ঠেলে দেয় এবং এটি কোনোভাবেই তামাকের নিরাপদ বিকল্প নয়। এটি কিশোর-কিশোরীদের মস্তিষ্কের বিকাশে বাধা দেয় এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।” তিনি আরও বলেন, সরকার শুধু ই-সিগারেটের উৎপাদন বন্ধ করেনি, বরং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করেছে। এটি জাতির জন্য একটি দূরদর্শী ও সাহসী পদক্ষেপ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সুপারিশে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে।
সরকারের এমন দূরদর্শী পদক্ষেপকে স্বাগত জানিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন উপদেষ্টা পরিষদে পাসেরও দাবি জানিয়েছে হার্ট ফাউন্ডেশন।