ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের মন্তব্য
ঢাকা: ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ মন্তব্য করেছেন যে, জুলাই মাসে যে গণ-অভ্যুত্থান হয়েছে, তা ছিল মানুষের মনে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। তিনি মনে করেন, এই আন্দোলনকে কেবল একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই হিসেবে দেখা ভুল হবে।
শনিবার (২ অগাস্ট) ঢাকা জেলা প্রশাসন ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক একটি অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। সেখানে তানভীর আহমেদ বলেন, এই আন্দোলনে যে তরুণরা শহীদ হয়েছে, তাদের মায়েরা তাদের যেতে বাধা দেননি। এর কারণ, মায়েদের ভাবনা শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি অংশ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী কমিশনার রাজিয়া সুলতানা ও সহকারী কমিশনার সাদিয়া সুলতানা। জেলা প্রশাসক (সার্বিক) ফোয়ারা খাতুন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এরপর, কয়েকজন শহীদ ও আন্দোলনকারী সন্তানের মা তাদের স্মৃতিচারণ করেন।
এর আগে, সকাল থেকে ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে শহীদ ও আন্দোলনকারীদের পরিবারের সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ে সমবেত হন। তাদের উপস্থিতিতেই শুরু হয় অভিভাবক সমাবেশ। এরপর জুলাই মাসের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে, জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত ৩৬ মিনিটের একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।