শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবের ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেককে সভাপতি এবং দৈনিক নাগরিক ভাবনার শ্রীপুর প্রতিনিধি টিপু সুলতানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় শ্রীপুর প্রেস ক্লাব ভবনে এ নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলফাজ উদ্দিন স্বপন।
এর আগে দৈনিক মানবজমিন প্রতিনিধি ও শ্রীপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এনামুল হক আকন্দের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটি সকল সদস্যের মতামতের ভিত্তিতে দুই বছর মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করে।