মোঃ সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান উজ্জ্বল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সাইফুর রহমান উজ্জ্বল আদালতে উপস্থিত ছিলেন। উজ্জ্বল ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালে শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এক কিশোরীকে নির্জন স্থানে নিয়ে তার হাত বেঁধে ধর্ষণ করেন উজ্জ্বল। ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেন তিনি। ভয়ে প্রথমে ওই কিশোরী বিষয়টি গোপন রাখলেও, রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের জানায়। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় ঘোষণা করলেন।
এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।”