অনলাইন ডেস্ক ॥
ঢাকা, ২৮ জুলাই ২০২৫ – বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর অতীতের রাজনৈতিক সরকারগুলোর হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছেন জমায়েতের আমির। তিনি সতর্ক করে বলেছেন যে এর খেসারত দেশের সাধারণ জনগণকে দিতে হচ্ছে এবং ভবিষ্যতে এই পরিস্থিতি আর চলতে দেওয়া উচিত নয়।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাতটায় জামায়েতের আমির ডক্টর শফিকুর রহমান নিজস্ব ভেরিফাইড ফেসবুক পোস্টে দৃঢ়ভাবে বলেন, যদি তাঁদের দল জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ সেবার সুযোগ পায়, তবে তাঁরা সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের প্রভাবমুক্ত করে একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে থাকবেন।
তিনি তাঁর অবস্থানকে ‘একেবারেই স্পষ্ট’ উল্লেখ করে বলেন, “এখানে কোনো অস্পষ্টতা নেই।”
জমায়েতের আমির জোর দিয়ে বলেন যে দেশ ও জাতির স্বার্থে এই ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাঁর মতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা না গেলে সমাজকে ‘ঘুণে ধরা অবস্থা থেকে মুক্ত করা’ সম্ভব নয়।