মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু: লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয় ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের জালে বিয়াম ফাউন্ডেশনে আগুন: নেপথ্যে দুর্নীতির নথি পোড়ানোর ছক, বিস্ফোরণে নিহত ২ ভূমি সেবায় দুর্নীতির দিন শেষ: নতুন অভিযোগ মনিটরিং শাখা চালু করলো ভূমি মন্ত্রণালয় আলোচিত নেত্রী নীলা ইস্রাফিলের এনসিপি থেকে পদত্যাগ: কে এই নীলা? ফরিদপুরে লাখো কণ্ঠে শপথ: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান: জমায়েতের আমিরের বার্তা আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অচলাবস্থা: ৪২ দিনেও সুরাহা নেই, ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতারা যুক্তরাষ্ট্র-ইইউ শুল্ক চুক্তি: বাণিজ্য উত্তেজনার অবসান, নতুন দিগন্তের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল: বিভ্রান্তিকর তথ্য প্রত্যাখ্যান করলো শিক্ষা মন্ত্রণালয়

ফরিদপুরে লাখো কণ্ঠে শপথ: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫ Time View

মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর জেলায় জুলাই পুনর্গঠনে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজসেবা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ। সমাজসেবা মন্ত্রণালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান এবং মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মিসেস মাশউদা রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ এবং এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল, তা বাস্তবায়ন করতে সকলকে একযোগে দেশের জন্য কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশকে বৈষম্যহীন, সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।

এর আগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শীর্ষক শপথ বাক্য পাঠ করানো হয়। এই শপথ পাঠের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102