রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা সফর, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা, দিলেন জরুরি নির্দেশনা মাইলস্টোন ট্র্যাজেডি: নিভে গেল আরও দুই প্রাণ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫ অশিক্ষিত মূর্খ চাষা ভূষারা এই সরকারের চাইতে ভালো দেশ চালাতে পারবে – সরকারকে প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ ধামরাইয়ে ৩৬ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি ও সম্মাননা ‘মুজিববাদী সংবিধান’ সংস্কার না হলে জাতীয় নির্বাচন নয়: নাহিদ ‘পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে’: ছাত্রদের জামিন নামঞ্জুর করেন বিচারক বিমান বিধ্বস্ত: আহতদের চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ দল ঢাকায় সাংবাদিকের ফোন ছিনতাই: মোহাম্মদপুরের ৪ পুলিশ ক্লোজড, গ্রেপ্তার ৩ প্রতারিত গরু বিক্রেতাকে ওমরাহ পাঠালেন অপু বিশ্বাস উটের অশ্রু ও রক্ত: ২৬ সাপের বিষের ত্রাতা, বাঁচাবে লাখো জীবন

অশিক্ষিত মূর্খ চাষা ভূষারা এই সরকারের চাইতে ভালো দেশ চালাতে পারবে – সরকারকে প্রান্তিক জনগোষ্ঠীর চ্যালেঞ্জ

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬ Time View

প্রেস বিজ্ঞপ্তি ॥
ইতিহাসের লানত পড়বে তাদের উপর যারা আবারো বিজয়টাকে ব্যর্থ করার মিশনে নেমেছেন – হাসনাত কাইয়ূম

ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, বাগদা ফার্মের জমি প্রকৃত মালিকদের ফেরত দেয়া, হাট-ঘাটের ইজারাদারী প্রথা বাতিল সহ ৮ দফা দাবীতে আজ রাজধানীতে সমাবেশ, ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন ও সাহেবগঞ্জ – বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি যৌথভাবে ঢাকার প্রেসক্লাবে এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে পল্টন এলাকায় একটি মিছিল করা হয় এবং আগামীকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হবে বলে জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন ৭১ এর মতো, ৯০ এর মতো আবারো জনগণের রক্ত ঘামের উপর অর্জিত বিজয় এক দুইটি দল তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। ফলাফল হচ্ছে বিজয়টাই বেহাত হবার উপক্রম হচ্ছে। আবারো এখানে ফ্যাসিবাদ জেঁকে বসার উপক্রম হয়েছে। যারা জনগণের সাথে আবারো প্রতারণার ফন্দি করছেন, তাদের উপর ইতিহাসের লানত পড়বে। হাসিনার মতো তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।

তিনি সকল রাজনৈতিক দলকে বিচার, টেকসই সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানান।

গরীবের ট্যক্সের টাকায় রাষ্ট্র – সরকার চলে আর গরীব থাকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় গরীব ভূমিহীন, কৃষক, জেলে, সাঁওতাল, সাধু-সন্ন্যাসী, দলিত, পাহাড়ী সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঐক্য কমিশনে এ সংক্রান্ত প্রস্তাব আনার দাবী জানান তিনি। সমাবেশে উল্লেখিত ৮ দফা অবিলম্বে পালনের আহ্বান জানান তিনি। সেটা না হলে গরীব, চাষা ভূষা, মূর্খদের নিজেরা সংগঠিত হয়ে নির্বাচনে অংশ নিয়ে সংসদ দখল করে দাবীগুলো পূরণ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষি সংক্রান্ত পেশায় যুক্ত। গণঅভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশী।

সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারাজীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হবার পর আমাদের বারবার দাবীর মুখেও তারা কৃষি, কৃষক, জেলে, সাঁওতাল, ভূমিহীনদের জন্য কোন উদ্যোগ নেন নাই। সরকারকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, আপনারা যেটা ১১ মাসে পারেন নাই, আমরা চাষা ভূষা, অশিক্ষিত, গরীবরা সেটা এক মাসে করে দেখাতে পারবো।

সমাবেশে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার আব্দুস শুকুর মিয়া, বরিশালের সাইফুর রহমান, নোয়াখালীর সামছুদ্দিন রাকিব, আজগার আলী, সিরাজগঞ্জ জেলার আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলার আব্দুল হামিদ, লালমনিরহাট জেলার শফিকুল ইসলাম, পাবনা জেলার মোঃ সাবু ইসলাম, গাইবান্ধা জেলার মোঃ স্বপন শেখ, রাফায়েল হাজরা, নারায়ণগঞ্জ জেলার জিয়ারুল ইসলাম সুমন, শেরপুর জেলার শাহিন আলম, হবিগঞ্জ জেলার মো: মহসিন মিয়া, চট্টগ্রাম জেলার সমীরণ বড়ুয়া, নওগাঁ জেলার হাবিবুর রহমান অনিক, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মিন্টু মিয়া, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদার, অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, জাতীয় সমন্বয়ক জাকিয়া শিশির, ঢাকা জেলার প্রধান সমন্বয়ক লিটন কবিরাজ, সংগঠক আনসার আলী দুলাল, নাহিদ হাসান নলেজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রখ্যাত প্রমূখ। সমাবেশের সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক ছামিউল আলম রাশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102