নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আহমাদ ওয়াদুদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। একইসাথে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে এক পোস্টে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, সাংবাদিক আহমাদ ওয়াদুদের “মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘণ্টা” শীর্ষক ফেসবুক স্ট্যাটাসটি তাদের নজরে আসে। ওই স্ট্যাটাসে বর্ণিত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্য—এসআই জসিম, এসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলামকে—ইতিমধ্যেই দায়িত্ব থেকে সরিয়ে উপ-কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ তাদের সদস্যদের এমন অসদাচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র তিন মিনিটের হাঁটা দূরত্বে সাংবাদিক আহমাদ ওয়াদুদ ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা চাপাতি দিয়ে আঘাত করে তার মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। ঘটনার পরপরই তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। তবে অভিযোগ ওঠে, পুলিশ সদস্যরা এ বিষয়ে দায়িত্বে অবহেলা করেছেন।