নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকা, ২৫ জুলাই: গত সোমবার ঢাকার মোহাম্মদপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল বৃহস্পতিবার ( ২৪ জুলাই) রাতে ঢাকায় পৌঁছেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চীনা দলকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনা দূতাবাস জানিয়েছে, প্রতিনিধি দলের সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম রয়েছে। এই দলটি আজ (শুক্রবার ২৫ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসার বিষয়ে পরামর্শ দিচ্ছেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য চীনে স্থানান্তরের সুপারিশও করবেন তারা।
এর আগে, দুর্ঘটনার পরপরই চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা টেলি-কনসালটেশনের মাধ্যমে গুরুতর আহতদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। বাংলাদেশ সরকারের অনুরোধে চীন ছাড়াও ভারত ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছে আহতদের চিকিৎসায় সহায়তা করছে।