বিশেষ প্রতিনিধ ॥
ঢাকা, জুলাই ২৩, ২০২৫: আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ দুলাল ডাক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন কানাডা প্রবাসী মরিয়ম ইয়াসমিন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রবাসী মরিয়ম ইয়াসমিনের অভিযোগ, আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীর চট এলাকায় তার বাসভবনে দুলালের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী একাধিকবার হামলা চালিয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, আসাদুল হক দুলাল দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন। তিনি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও দখলবাজ চক্র পরিচালনা করেন, যার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ।
মরিয়ম ইয়াসমিনের অভিযোগে বলা হয়েছে, গত এক মাসে প্রবাসীর বাড়িতে তিনবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় বোমা, আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। সর্বশেষ গত ১৬ জুলাই দুলালের নেতৃত্বে তার বাহিনী বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ব্যাপক বোমাবাজি, গুলি, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
প্রবাসী মরিয়ম ইয়াসমিন অভিযোগ করেছেন, দুলাল শুধু নিজেই এসব অপকর্মের সঙ্গে জড়িত নন, বরং তিনি আলম নামের এক কুখ্যাত সন্ত্রাসীসহ আরও ভয়ঙ্কর একটি বাহিনী গড়ে তুলেছেন। আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, মাদক পাচার ও বহু ফৌজদারি মামলা রয়েছে। মামলায় আরও যাদের নাম এসেছে, তারা হলেন চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার, ছোট নূরা, বাবু, ফরিদ, বড় নূরা ও শাহাদাত। অভিযোগ রয়েছে, এরা সবাই দুলালের নির্দেশেই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।
আশুলিয়া থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।