নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২১ জুলাই) বিষয়টি জানিয়েছেন যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
মেডিকেল টিমের প্রধান করা হয়েছে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদকে। হেলথ উইংয়ের সমন্বয়ক করা হয়েছে ডা. মাহমুদা আলম মিতুকে।
এছাড়া টিমের সদস্য হিসেবে রয়েছেন ডা. মো. ইউসুফ জামিল তিহান, ডা. মনির হোসেন, ডা. মারুফুল ইসলাম ও ডা. সাব্বির আহমেদ।