শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
পবিত্র হজ্ব শেষে দেশে ফিরলেন ৮৭ হাজারের বেশি হাজি, ৪৫ জনের মৃত্যু সারাদেশে চাঁদাবাজি ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল, প্রতিরোধের আহ্বান অনির্দিষ্টকালের ছুটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাঈমা ওয়াজেদ পাঠকদের জন্য ১১ জুলাই, ২০২৫ এর কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিচে দেওয়া হলো… ফুটপাতের ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এর সুযোগ পুশ-ইন বন্ধ করে অবৈধ ভারতীয় নাগরিকদের পুশ-ব্যাক করুন : সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ জনস্বার্থে সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়নে জোর: তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ঘোষণা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ৫ ইউনিট সচল, উৎপাদন ২১২ মেগাওয়াট ভুয়া ও জাল নামজারী বাতিলের দাবিতে পাবনায় ভূমিহীন আন্দোলনের মানববন্ধন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি

জনস্বার্থে সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়নে জোর: তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ঘোষণা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২ Time View

অনলাইন ডেস্ক॥
জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের সম্প্রচার ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বৃহস্পতিবার (১০ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম-সংক্রান্ত নীতিমালা প্রণয়নবিষয়ক এক সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবা প্রদান এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোন মন্ত্রণালয় কী দায়িত্ব পালন করবে, তা ‘অ্যালোকেশন অব বিজনেস’ বা কার্যবণ্টন দ্বারা সুনির্দিষ্টভাবে নির্ধারিত। তিনি দুই মন্ত্রণালয়ের মধ্যে নিবিড় সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক করার ওপর জোর দেন।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেন, সম্প্রচার ব্যবস্থাকে যুগোপযোগী ও জনবান্ধব করতে একটি সুনির্দিষ্ট প্রযুক্তি মূল্যায়ন পরিকল্পনা তৈরি করা জরুরি। এই পরিকল্পনায় সংশ্লিষ্ট সকল অংশীজনকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে দুই মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত নেবে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, লাইসেন্সিং, মনিটরিং এবং মনিটাইজেশন (আর্থিকীকরণ) সংক্রান্ত বিষয়েও দুই মন্ত্রণালয় একটি ঐকমত্যে পৌঁছাতে পারবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর প্রতিনিধি এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ দেশের সম্প্রচার খাতকে আরও সুসংগঠিত ও জনমুখী করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102