বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
গণহত্যায় শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও পরিবারের ৫৭৬ কোটি টাকা অবরুদ্ধ পানির অভাবে ফরিদপুরের সালথায় পাট জাগ দেয়া নিয়ে চরম বিপদের মুখে কৃষকেরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ প্রধান উপদেষ্টার ভূমিদস্যু ইলিয়াস মোল্লাহর অঢেল সম্পদের খোঁজে দুদক: নথিপত্রসহ তলব ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনার বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর নির্দেশনার প্রমাণ, জাতিসংঘের তদন্তে উঠে এলো ভয়াবহ তথ্য আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও থাকতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মায় ভয়াবহ ভাঙন: বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে ৬০০ পরিবার তত্ত্বাবধায়ক সরকার বিলোপের বিধান বাতিল: পূর্ণাঙ্গ রায় প্রকাশ ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি: বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা, ১লা আগস্ট থেকে কার্যকর

পানির অভাবে ফরিদপুরের সালথায় পাট জাগ দেয়া নিয়ে চরম বিপদের মুখে কৃষকেরা

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় শুরু হয়েছে সোনালী আঁশ পাট কাটা। খালে-বিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সঙ্কটে পড়েছে চাষিরা। রাস্তার খাদে ও পুকুরে মাটি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এছাড়াও পাট কেটে কুমার নদে নিয়ে যাচ্ছে অনেকেই। পাটচাষীদের দাবী ফরিদপুর চুনারুঘাট সুইচগেইট খুলে দিলে পানি পাবে কৃষকেরা ।

চাষিরা পাটের ভালো ফলনের আশা করলেও পাট জাগ দেওয়ার জন্য খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকায় চিন্তিত হয়ে পড়েছে। আবার পাটের মান ভালো না হলে ন্যায্যমূল্যের চিন্তা তো আছেই।

চাষিদের দাবি, পাটের ন্যায্য দাম নিয়ে তারা উদ্বিগ্ন। বীজ, জৈব ও রাসায়নিক সার, কীটনাশক এবং শ্রমিকদের মজুরির মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। তারা সরকারের কাছে বীজ, সার ও কীটনাশকের দাম কমানোর সহ ফরিদপুর সুইচগেইট খুলে দেওয়ার দাবী জানিয়েছেন সালথার চাষীরা।

পাট চাষি সালথার বিখ্যাত কৃষিবিদ মুক্তার হোসেন বলেন, খালে-বিলে, নদী-নালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেব কোথায়? ভালো পানি না হলে পাটের রং ভালো হবে না। আমাদের দাবি, পানির জন্য যেন সুইচগেইট খুলে দেওয়া হয়।

উপজেলার আরেক চাষী ওহাব মোল্যা বলেন, বৃষ্টিতে পাটের খেতে ছিলছিলে পানি হয়েছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। খেতে বেশি পানি হলে পাটের গোড়া পঁচন ধরতো না। খেতের পাট খেতেই জাগ দেওয়া যেত। এখন নছিমন ও ভ্যানে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি পাট জাগ দিতে। পানির অভাবে পাটের কালার (রং) খারাপ হচ্ছে, দামও কম পাবো। সব মিলিয়ে চিন্তায় আছি।

পাটচাষী কামাল হোসেন বলেন, আমাদের আটঘর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে। ফরিদপুর সুইচগেইটের অপরপাশে পানি বাড়ছে, তাই সুইচগেইট খুলে দিলে আমরা পানি পেতাম।

সালথা উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, এবছর সালথায় ১৪ হাজার ১০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অতি বৃষ্টির কারণে পাট খেতে পানি জমে পাটের গোড়া পঁচন ধরেছে। এখন যারা পাট কাটবে তাদের ফলন ভালো হবে।

তিনি আরো বলেন, পানি না থাকায় পাট পঁচনে সমস্যা হচ্ছে পাট চাষীদের, এতে পাটের রং খারাপ হতে পারে। ফরিদপুরের সুইচগেইট যাতে খুলে দেয়, সেজন্য আমরা চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102