মোঃ মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুর, ৫ জুলাই: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর বাংরাইল গ্রামে শনিবার (৫ জুলাই) বিকাল ৫টায় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন মুখ হিসেবে পরিচিতি লাভ করা তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ছরোয়ার হোসেন মাতুব্বর এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোঃ আওয়াল মাতুব্বরের সভাপতিত্বে এবং মোঃ হান্নান হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যেমন – মোঃ নুরু মেম্বার, মোঃ লিপু মীর, আনোয়ার শরীফ, হালিম খান, সেন্টু মুন্সী, মোঃ মনির মোল্লা, জমির শেখ, আমির মোল্লা, আতিক মোল্লা, শহিদুল শরীফ, মুন্নু মোল্লা, রুবেল মোল্লা, ওয়াদুদ শেখ, জাকির শেখ, ইয়াদ আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা মুহাম্মদ ছরোয়ার হোসেন মাতুব্বরের ভূয়সী প্রশংসা করে বলেন, “আমরা এই অবহেলিত চর বাংরাইলবাসী মুহাম্মদ ছরোয়ার মাতুব্বরের সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং তার সাথে আছি ও থাকবো ইনশাআল্লাহ। তিনি একজন সৎ ও নিষ্ঠাবান লোক, তার আচরণ আমাদের মুগ্ধ করেছে। আমরা জেনেছি তিনি গরিব, দুঃখী ও অসহায় মানুষের সেবা করেন এবং তার প্রমাণও পেয়েছি।” বক্তারা আরও জানান, “বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই অনেকে তাদের প্রিয় ছরোয়ার ভাইয়ের কথা শুনতে এখানে দাঁড়িয়ে ছিলেন।”
ফুকরা গ্রামের কৃতি সন্তান মুহাম্মদ ছরোয়ার হোসেন মাতুব্বর, যিনি মোহাম্মদ জমির মাতুব্বরের সুযোগ্য পুত্র, তার বক্তব্যে বলেন, “আমরা পেছনের সবকিছু ভুলে গিয়ে নতুনভাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কেউ কোনো প্রকার ঝামেলায় জড়াবো না এবং একে অপরের ক্ষতি করার চেষ্টা করবো না।” তিনি চর বাংরাইলবাসীকে উদ্দেশ্য করে আরও বলেন, “আমার প্রাণপ্রিয় সোনাপুর ইউনিয়নের চরবাংরাইলবাসী, আপনারা পুরনো সকল ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে সকলে একসাথে মিশে সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি ইউনিয়ন উপহার দিতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থেকে সকলের সেবা করে যাব ইনশাআল্লাহ।”
তিনি একটি সুন্দর ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি শুধু সুন্দর একটা ইউনিয়ন গড়তে চাই, যেখানে কারো সঙ্গে কারো কোনো ভেদাভেদ থাকবে না। সকলেই এক কাতারে দাঁড়িয়ে সমানভাবে সম্মানের সাথে চলাচল করতে পারবেন ইনশাআল্লাহ। তাই সকলে সমস্ত ঝামেলাকে পরিহার করে মিলেমিশে চলার এই প্রতিজ্ঞা করি।” তিনি তার বক্তব্য শেষ করেন এই বলে, “আমি আমার শেষ রক্তবিন্দু দিয়েও আপনাদের সেবা করে যেতে চাই, শুধু আপনাদের সহযোগিতা চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার প্রাণপ্রিয় চর বাংরাইলবাসী, আল্লাহ হাফেজ।”