মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বিজয় স্মরণীতে স্মারক ম্যুরাল ভেঙে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ আজ জুলাই গণঅভ্যুত্থানের এক বছর: কোটা বাতিলের দাবিতে উত্তাল হয়েছিল ক্যাম্পাস থমথমে নির্বাচন কমিশন: সিইও’র অনুপস্থিতি ও পুনর্গঠনের জল্পনা দেশে করোনার নতুন ঢেউ: জুনে ২২ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ সালথায় জমি নিয়ে বিরোধ: প্রবাসীর স্ত্রীর গাছ ও পাট কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে পরিবার শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তপ্ত গাজীপুর: তথ্য জানতে চাওয়া সাংবাদিকের সঙ্গে ওসির দুর্ব্যবহার! দেরির পর পরীক্ষা দিতে পারলেন আনিসা: মা চাইলেন দোয়া দুর্নীতির মহোৎসব: জাহিদ মালেক ও তাঁর ছেলের বিরুদ্ধে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ! আজ নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন প্রথম মুসলিম মেয়র পেল নিউইয়র্ক: নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা জোহরান মামদানির!

সালথায় জমি নিয়ে বিরোধ: প্রবাসীর স্ত্রীর গাছ ও পাট কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে পরিবার

Coder Boss
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৮ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মজিবুর রহমান॥
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীর বাগানের গাছ ও ফসলি জমির পাট কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দুটি ভিন্ন সময়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে। গত ৪ জুন বাগানের গাছ কেটে ফেলা হয় এবং এরপর ২৮ জুন ৭৯ শতাংশ জমির পাট কেটে নেওয়া হয়। এই ঘটনায় সালথা থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে অভিযুক্তরা আত্মগোপনে থেকেও বাদী পক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

কী ঘটেছিল?
ভুক্তভোগী শেফালী বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন তাদের জমি দখলের চেষ্টা করছে। সরেজমিনে জানা যায়, নারানদিয়া ৮৮ নং মৌজার ৩৫৬ নং দাগের ৪২ শতাংশ জমির ওপর থাকা প্রায় ৫ লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এই ঘটনার পর কোনো বাধা না পেয়ে একই মৌজার ৫৪৯ ও ৫৫০ দাগের ৬৯ শতাংশ জমির পাটও প্রকাশ্যে দিনের বেলায় কেটে ফেলা হয়।

শেফালী বেগম অভিযোগ করেন, প্রতিবেশী ও আত্মীয় মো. ওমর আলী সরদার বহিরাগত কিছু লোকজনের সহায়তায় এই হামলা চালিয়েছেন। তিনি বলেন, “আমি মহিলা মানুষ, ভয়ে এগিয়ে যাইনি। গেলে মেরে ফেলার হুমকি দিচ্ছিল।”

অভিযুক্তরা কারা?
শেফালী বেগমের অভিযোগ অনুযায়ী, ওমর আলী সরদারের সহযোগীরা হলো: লক্ষ্মণদিয়া গ্রামের ফেলু মাতুব্বরের ছেলে বিলায়েত মাতুব্বর, চরকামদিয়া গ্রামের সুলতান সরদারের ছেলে রোকমান সরদার, নারানদিয়া গ্রামের সেকেন সরদারের ছেলে সোহাগ সরদার, একই গ্রামের সোবহান সরদারের ছেলে রিপন ও মহল্লাল সরদার, এবং চান্দাখোলা গ্রামের সুনতেলের স্ত্রী রেশমা বেগমসহ ২০ থেকে ২৫ জনের একটি দল। এই বাহিনী একত্রিত হয়ে তাদের জমিতে তাণ্ডব চালিয়ে চলে যায় বলে জানান শেফালী।

মামলা ও পুলিশের তৎপরতা
শেফালী বেগম এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন। তবে তিনি অভিযোগ করেন, পুলিশ এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উপরন্তু, বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিপক্ষের বক্তব্য
এ বিষয়ে অভিযুক্ত ওমর আলী সরদার বলেন, “আমি কারো জমি দখল করিনি, বরং ওরা আমার জমি দখল করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। এসব জমির দলিল আমার কাছে আছে। আমার জমিতে আমি গেছি।”

পুলিশের বক্তব্য
সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং তারা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102