প্রেস বিজ্ঞপ্তি॥
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে ১৬ এপ্রিল ২০২৫ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জনসমাবেশ ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন বলেন, বর্তমানে দেশে স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকার কারণে লুটপাট, চাঁদাবাজি, জমি দখল বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে, স্থানীয় নাগরিকরা তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত, তাই অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজকের এই জনসমাবেশ ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি।
তিনি আরো বলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় অসাধু কর্মকর্তা-কর্মচারী ও ভূমিদস্যুদের দ্বারা ভূমিহীনরা হামলা-মামলা-হত্যা-নির্যাতন সহ সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়েছে। ৫ই আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব নেয়ায় সারাদেশের লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। কিন্তু স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় পূর্বের ভূমিদস্যুদের প্রভাব তো কমেইনি বরং নতুন নতুন ভূমিদস্যু-চাঁদাবাজের আবির্ভাব হয়েছে।
এই সন্ত্রাসী-লুটপাটকারীদের দ্বারা দেশের সাধারণ ভূমিহীন, কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষ অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। টিসিবির কার্ড বিতরণেও তারা কারচুপি করছে। কিন্তু স্থানীয় সরকারে কোন জনপ্রতিনিধি না থাকায় জনগণ কারো স্বরণাপন্ন হয়ে কোন প্রকার সহযোগিতা পাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীও তেমন কোন সহযোগিতা করছে না। এমতাবস্থায় দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ সদস্যরা তাদের প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে জনপ্রতিনিধি নির্বাচনে হস্তক্ষেপ করে। ফলে দেশের সাধারণ মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন ভূমিহীন আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান নলেজ, তিস্তা রক্ষা আন্দোলনের নেতা ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, ছাত্রনেতা আব্দুল মজিদ অন্তর, কৃষক নেতা মাসুদুর রহমান খান, আব্দুল মমিন, লবনচাষী বাবর, আব্দুল হাকিম, হাওরের কৃষক মহসিন, শামসুদ্দিন আহমেদ রাকিব প্রমুখ।