মিরন খন্দকার॥
ঢাকা, ধামরাই পৌর বিএনপির ৫নং ওয়ার্ড শাখা এবং এর সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রবিবার (১৬ মার্চ) এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত নেতৃবৃন্দ রমজান মাসের তাৎপর্য এবং দলীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, বিএনপি সর্বদা জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “বিএনপি একটি শক্তিশালী দল এবং আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব।” তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার জন্য উৎসাহিত করেন।
তিনি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো প্রকার দখলবাজি, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হয়। এই ধরনের কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি জানান।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ স্বপন, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ, ধামরাই পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ধামরাই পৌর বিএনপির কোষাধ্যক্ষ দুলাল, ধামরাই পৌর কৃষক দলের সভাপতি আলতাফ হোসেন তালুকদার, ধামরাই ঢুলিভিটা পাইকারি কাঁচাবাজার বণিক সমিতির পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইব্রাহিম শেখ হাসমত এবং ধামরাই ৫নং ওয়ার্ডের মাসুদ খান মজলিস।
এছাড়াও, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।