বিশেষ প্রতিনিধি ॥
ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।পরিবেশ অধিদপ্তরের সুলতানা সালেহা সুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় ও মেসার্স মদিনা ও নাসিমা ব্রিকস ভাটার চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।এ সময়ে নাসিমা ব্রিকসকে ৫ লাখ, মদিনা ব্রিকসকে ৫ লাখ, মোট দুটি ব্রিকসে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়। অনুমিত বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছা জেসমিন আক্তার, পরিদর্শক নয়ন কুমার রায়, এসএম মনজুর উল আলমসহ র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।