নিজস্ব প্রতিনিধি॥
জানাযায়, গত ৭ জানুয়ারি ২৫ ইং তারিখে বেলা আনুমানিক ১২:১৫ সময় মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় হাইওয়ে পুলিশ অফিসার কে অকথ্য ভাষায় গালি গালাজ ও হুমকি প্রদান করেছে ঢাকা পল্টন থানা যুবদল এর সাবেক সেক্রেটারি বাদশা বুলবুল নামের এক বিএনপি নেতা।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা বলেন ঘটনার দিন বিএনপির ঐ নেতা সহ দুই জন মরটসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাবার পথে ডিউটিরত পুলিশ সার্জেন্ট মোটরসাইকেল কে থামাতে বলেন, মোটরসাইকেল থামানোর পর বিএনপির নেতা বলেন আমার মোটরসাইকেল কেন থামালেন, আপনি জানেন আমি কে ?
এ কথা বলার পর সার্জেন তার দ্রুতগতি মোটরসাইকেল চালানোর কারণ জিজ্ঞাসা করাতে তিনি পুলিশের উপরে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এ সময় কর্মরত পুলিশ অফিসার তাহার মোটরসাইকেলের বিরুদ্ধে একটি মামলা দেন। এতে তিনি আরো ক্ষুব্ধ হয়ে সার্জেন্ট আশিকুর রহমানসহ উপস্থিত পুলিশ সদস্যদের সাথে দুর্ব্যবহার করেন এবং তার চাকরি শেষ করে দিবেন বলে তাকে হুমকি দেন।
তিনি আরো বলেন, ১০ মিনিটের মধ্যে আমি তোকে কোথায় পোস্টিং করি দেখ ! এ কথা বলে তিনি একজন ঊদ্ধর্তন অফিসার কে ফোন করেন এবং তাকে ডিসমিস করতে বলনে! পুলিশ অফিসার কে বিভিন্ন ভয়ভীতি দেখান।এই ঘটনায় যুবদল নেতা বাদশা বুলবুল কে ফোন করা হলে তিনি সাংবাদিকদের কে বলেন ঘটনা সত্য এবং আমি ওই সার্জেন্টকে মারবো, আমরা গত ১৫ বছর অনেক কষ্ট করেছি ওনার কারণে আমার কোর্টে যেতে দেরি হয়েছে এ কারণে আমি ওনাকে গালমন্দ করেছি।তার কাছে সাংবাদিক জিজ্ঞাসা করে আপনি কাকে ফোন করেছিলেন জবাবে তিনি বলেন আমি ডিএমপির কমিশনার মইনুল আহমেদকে ফোন করে ঐ পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।
সাংবাদিকদের তিনি আরো বলেন, উনি হচ্ছে আওয়ামী লীগ পরিবারের সদস্য ওই সার্জেন্ট পুলিশ আওয়ামী লীগ পরিবারের আমি ওনাকে দেখে নিবো। এমন ঘটনার দেখে স্থানীয় লোকজন সাংবাদিকদের কে বলেন যে, বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই তাই তারা এখনই পুলিশের উপরে খবরদারি করতে শুরু করেছেন, আর যদি তারা ক্ষমতায় আসে তাহলে না যানি কি করবেন।
সারা বাংলাদেশে চাঁদাবাজি সহ বিভিন্ন লুটপাট ভাঙচুর জমি দখলসহ এমন কোন অপরাধ নাই যে বিএনপি নেতারা করছে না! আসলে এভাবে দেশ চলতে পারে না স্বয়ং পুলিশকে যদি এভাবে হুমকি দিতে পারে তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে! ডিউটিরতো পুলিশ সদস্যরা ক্ষোপ প্রকাশ করে বলেন, আমরা আমাদের ডিউটি কি ঠিকমতো পালন করতে পারবো না! তাহলে আমরা কি করবো? সেখানে উপস্থিত কর্মরত অফিসার সাংবাদিকদের কে বলেন, বিএনপির এই নেতা আমাদেরকে যেভাবে গালিগালাজ করেছে তা সন্তোষ জনক নয়! উনি আমাদের সাথে অনেক খারাপ আচরণ করেছে, ওনার মোটরসাইকেল কে থামানোর জন্য উনি আমাদেরকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে চলে যান। পুলিশদের কে যদি এইভাবে হুমকী দিতে পারে তাহলে সাধারণ জনগণের অবস্থা টা কি হতে পারে একবার ভেবে দেখুন।
পুলিশ অফিসার বলেন, আমি চাকরি করতে এসেছি আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি এবং তিনি আমাকে যে হুমকি প্রদান করেছেন আমি এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানিয়েছি এবং এই ঘটনার বিষয় আমি বিএনপি’র কেন্দ্রীয় নেতাদেরকে জানানোর জন্য সাংবাদিক ভাইদের কে বিশেষ ভাবে অনুরোধ করছি। এ বিষয়ে হাইওয়ে কর্মরত ফরিদপুর পুলিশ সুপার কে ফোন করে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয় আমি শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
এই ঘটনার বিষয় তিনি আরো বলেন, বিএনপি’র কোন এক নেতা আমাকে ফোন করে আমার সার্জেন্ট আশিকুজ্জামানের বিরুদ্ধে কথা বললে আমি তাদেরকে বলি ঘটনার বিষয়ে যদি আপনাদের কোন অভিযোগ থাকে তাহলে আমাকে লিখিতভাবে জানান, তাহলে আমি ঘটনা তদন্ত করে দেখব এবং এই বিষয়ে সাংবাদিকদের কে তিনি বলেন, আমার কাছে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।